Skip to main content

Posts

Showing posts with the label Poem

ষড় ঋতুতেই তুমি আমি

গৃষ্মঃ প্রেম আমি করেছি, আমি বুঝেছি কতটা যাতনাময়। ভাল আমি বেসেছি, শিখিয়েছি কারে কয়। তুমি হয়েছো আমার আমি হয়েছি তোমার। হয়েছে শুভ পরিনয়!! বর্ষাঃ দীর্ঘ দিন পাশাপাশি, কাছাকাছি থাকার সুবাদে, হয়েছে কাম ওতে আমাতে তুমিওতো কামিণী, আমার কামনায় বছরের পর বছর ভালবাসা হৃদয় আঙ্গিনায়! শরৎঃ তোমারে বুকে রেখেই, তোমার আপন থেকেই। কখন যে মজেছি ভাবে হয়েছে মনের লেনাদেনা। এ যে সংসার ভাঙ্গার প্রেম নয় প্রেম যে বহুরুপী হয়। লক্ষীটি, হইয়োনা ক্ষীণমনা। হেমন্তঃ প্রেম আমি করেছি, ভাব আমি করেছি তোমারেও দিয়েছি ভাব, দিয়েছি প্রেম। আদরে সোহাগে কখন যে কাছে টেনেছি! আসলে তোমারি মাঝে ঠিকানা আমার বসতি আমার, আবদার রাখার জায়গা! মন্দির, আমার মসজিদ, আপন প্রার্থনার স্থল। ভাষা নেই বুঝাবার!!!! শীতঃ মনেরই অজান্তে আমার যার সাথে হয়েছে ভাব তার মাঝে পাই লুকোচুরি ময়না পাখি ভুলে গেছে কিনা দুই হাজার ১২ সালের ২৮শে ফেব্রুয়ারি! ব্রেকআপের আদলেতো বাসিনি ভালো প্রাণ পাখি তবে কেন এমনি চল? আমি মরি তোর বিচ্ছেদে তু্ই খুজিস অন্যজনে, কি সুখের সন্ধানে? বসন্তঃ আমার ঘরের জানটুসি, আমিতো তৃপ্ত তোমার উপর। যখন তোমার ভা...

বিষে নীল থেকে আরও নীল করে তুলবে

ভালবাস দূর হতে। বলতে বা বুঝাতে যেওনা যে তুমি তাকে ভালবাস, রেসপন্স না পেলে খুবই আহত হবে। সে ও যদি মনের স্ব-তাড়নায় ভালবাসে তবেও যেনো ময়না স্বভাবের স্বজনী ভালবাসবে, কথা বলবে, আবার উড়ালও দেবে, কারন ময়না পাখি পোষ মানে না। যদিও কখনো কাছে আসে আর বলে আমিও তোমাকে ভালবাসি তবে ভালবেসে কাছে টেনো না, কারণ স্মৃতি হয়ে যখন তাড়া করবে তখন অসহ্য যন্ত্রনা তোমাকে বিষে বিষে নীল থেকে আরও নীল করে তুলবে। ওরা যে এমনই, ওরা যে ভালবাসা নিতে জানে, এক্কেবারে তোমাকে শূণ্য করে নিয়ে নেবে তোমার থেকে তোমার তুমিটাকেই। বিষন্নতায়, অস্থিরতায় আর যন্ত্রনায় তোমাকে কাতড়াতে থাকলেও ওদের কিছু যায় আসে না। তাই বলছি ভালবেসো না। তবে দূর হতে........

কারা?

........তবুও অভিমান তোমাদের উপর, ইশ্বর নেবে অর্চনা আর ওরা নিবে তোমার ভালবাসার সবটুকু। তুমি নিস্বঃ হয়ে গেলেও........মনোযন্ত্রনায় চিৎকার করেও যদি বলো আমি খুবই কষ্ট পাচ্ছি তবুও লাভ নেই। কেউ নেই তোমার চিৎকার শোনার...........করো চিৎকার খোলা আকাশের নিচে গিয়ে।কিছুটা লাঘব কর, জমাটবাধা কষ্টগুলো কিছুটা হয়তো কমে যেতে পারে, অন্তত নীলাকাশে তোমার চিৎকার কিছুটা হলেও জায়গা পাবে.....ওরা যে এমনই, ওরা যে ভালবাসা নিতে জানে, এক্কেবারে তোমাকে শূণ্য করে নিয়ে নেবে তোমার থেকে তোমার তুমিটাকেই।.........অমানবিকতার দংশনে যখন নীলে নীল-বিষন্নতায়, অস্থিরতায় আর যন্ত্রনায় কাতড়াতে থাকলেও ওদের কিছু যায় আসে না। তাই বলছি ভালবেসো না। পরিবেশ পরিজন সুজন-স্বজন, প্রিয়াকে হিয়াতে দিওনা ঠাঁই, তবেই হয়তো প্রাপ্তি থেকে রেহাই।

মুক্ত মনে যখন

কিছু প্রাণ সত্যটাকে বহন করে চলে আর অধিকাংশ আছে যারা অসত্যের সৃষ্টিটাকেই যথার্থতা দান করে। যারা সত্যটাকে বহন করে চলার জন্যই সৃষ্ট তাদের কি সাধ্য আছে মন্দটাকে ধারন করার! সাদা-কালোর মিলন মেলায় আমি কোন রথে চলছি তা আপাত দৃষ্টিতে জানলেও হচ্ছে না কারন মন্দের দিকে ধাবিত হতে হতে নরক যখন ছুঁই ছুঁই, মহাজনের মহান লীলায় স্বর্গ এসে তোমাকে আমাকে আপন করে নিতে পারার যে সম্ভাব্যতার উল্লেখ আমি পাই তা তো অস্বীকার করতেও পারিনা। খুবই আশাবাদী হই যখন আমি তোমাকে তোমার সর্বময়তাকে, তোমার পরাক্রমশীলতাকে নির্ধিদ্বায় মেনে নিতে সক্ষম, জানি এটাও তো তোমারই কল্যাণে..........

করো চিৎকার খোলা আকাশের নিচে

........তবুও অভিমান তোমাদের উপর, ইশ্বর নেবে অর্চনা আর ওরা নিবে তোমার ভালবাসার সবটুকু। তুমি নিস্বঃ হয়ে গেলেও........মনোযন্ত্রনায় চিৎকার করেও যদি বলো আমি খুবই কষ্ট পাচ্ছি তবুও লাভ নেই। কেউ নেই তোমার চিৎকার শোনার...........করো চিৎকার খোলা আকাশের নিচে গিয়ে।কিছুটা লাঘব কর, জমাটবাধা কষ্টগুলো কিছুটা হয়তো কমে যেতে পারে, অন্তত নীলাকাশে তোমার চিৎকার কিছুটা হলেও জায়গা পাবে.....ওরা যে এমনই, ওরা যে ভালবাসা নিতে জানে, এক্কেবারে তোমাকে শূণ্য করে নিয়ে নেবে তোমার থেকে তোমার তুমিটাকেই।.........অমানবিকতার দংশনে যখন নীলে নীল-বিষন্নতায়, অস্থিরতায় আর যন্ত্রনায় কাতড়াতে থাকলেও ওদের কিছু যায় আসে না। তাই বলছি ভালবেসো না।পরিবেশ পরিজন সুজন-স্বজন, প্রিয়াকে হিয়াতে দিওনা ঠাঁই, তবেই হয়তো প্রাপ্তি থেকে রেহাই।

সুরহীন গানেঃ

এই সময়ে পিড়িত দেখে মনেতে ভাব জাগেনা ভাললাগলেও ভালবাসা জেগেও জাগে না। তোরে আমার ভালো লাগে, মনে প্রেমের স্বাধও জাগে। বিচ্ছেদ বিরহের ভয়ে, মনের ভাবটাও বলিনা। ভালবাসলেও ভালবাসি বলেও বলি না। দেখলে তোরে কইলজার ভেতর কেমন কারেন্ট মারে নারে আমার প্রানের বন্ধু একটুও বুঝে নারে। আয়না একটু পিড়িত করি, রাঁধের প্রেমে যেমন করি কৃষ্ণ মরে মরে। দেখলে তোরে কইলজার ভেতর কেমন কারেন্ট মারে। নিশি রাইতে ভাব বিনিময় করি তোরই সাথে। ভালবাইসা সোহাগ দিয়া হাতটি রাখি হাতে। ভাব বন্দরে প্রিয়া তুই যে আমার প্রাণোসখী তোরে না কইলেও আমি, তোরে অন্তরেতে রাখি। প্রিয়া প্রিয়া ডাকি ডাকি, আমি প্রিয়া প্রিয়া ডাকি দিন রজনী কাটে আমার দিন রজনী কাটে। তুই আসবি বলে প্রাণের সখী থাকি খেয়া ঘাটে, দেখবো তোরে প্রানো ভরে, বানাইয়াছেন বিধি তোরে কত মনোহরে! প্রাণো সখীরে ভালবাসার ভাষা বুঝছ না তোরে আমার ভালো লাগে, মনে প্রেমের স্বাধও জাগে। বিচ্ছেদ বিরহের ভয়ে, মনের ভাবটাও বলিনা। ভালবাসলেও ভালবাসি বলেও বলি না।

আলিঙ্গনে দুফোটা চোখের জলে......

কখনো কখনো কিছু প্রেম এমনই হয় ঝগড়া আর ঝগড়া কিন্তু যখনই কিছুক্ষণ একে অন্যকে দেখছে না শুনছে না, কথা বলছেনা, কি এক অস্থিরতা যেন বয়ে যাচ্ছে হৃদয়ে, এটাই কি প্রেম? একজন ভালবেসে ভালবাসার অপেক্ষায় আর অন্যজন ঘুমাচ্ছে! ঘুমের ঘরে সে ও তোমারই হাত ধরে হাটছে! তবে যে এটাও প্রেম!!! অভিমানে যখন দুজনেই অপেক্ষায় এবার রাগ ভাঙ্গাতে এলো বুঝি ভাবতে ভাবতে দুজন যখনই মুখোমুখি আলিঙ্গনে দুফোটা চোখের জলে অব্যক্ত অনুভুতি তবে কি এটাই প্রেম!!!

বিরহ, যন্ত্রণাময় প্রতিটাক্ষণ

ভালবাসা যাতনাময় তোরে কি করে বুঝাই তুই আমার কোন জায়গায়? তুইহীনা আমি,কল্পনা করিনি, আবেগী মন ভাবতেই নারাজ, তুই একদিন দূরে চলে যাবে। তোকে ভালবেসে আজ আমি ক্লান্ত তোকে হারিয়ে ফেলার আয়োজনে আমি নির্বাক, পাগলামী বেড়ে যাওয়ার প্রবণতা.... নিজেকে সামলাতে খুবই বেগ পেতে হচ্ছে। কেন আমি প্রেমে পড়েছি তোর? রাত্রি জেগে জেগে আসে ভোর! আর কত কাঁদবো একাকি? তুই জানিস না তুই আমার ময়না পাখি। বিচ্ছেদের আভাসে, নিরবে অশ্রুতে সিক্ত আমি আজ ভাষা নেই বোঝাবার, কোন উপায় কি নেই তোরে ধরে রাখার? পিছুটানে, আনমনে আমি নিরবেই সয়ে যাবো যাসনে আমায় ছেড়ে..........আমারে শূন্য করে! বিরহ, যন্ত্রণাময় প্রতিটাক্ষণ।

তবে কি এ অন্যায় নয়??

ইঁদুর কে খায় বিড়াল মাছকে খায় চিল হরিণকে খায় বাঘ গরীবের রক্তে, শোষকদের ভাগ! প্রাণ কে খায় প্রাণি খাওয়া খাওয়ি প্রকৃতিরই নিয়ম বলে জানি!!!! তবে কি এ অন্যায় নয়?? তুমি করেছো সৃজন সবই চন্দ্রকে গিলছে রবি! সয়না এ হৃদয়.........

ষড় ঋতুতে তুমি আমি

গৃষ্মঃ প্রেম আমি করেছি, আমি বুঝেছি কতটা যাতনাময়। ভাল আমি বেসেছি, শিখিয়েছি কারে কয়। তুমি হয়েছো আমার আমি হয়েছি তোমার। হয়েছে শুভ পরিনয়!! বর্ষাঃ দীর্ঘ দিন পাশাপাশি, কাছাকাছি থাকার সুবাদে, হয়েছে কাম ওতে আমাতে তুমিওতো কামিণী, আমার কামনায় বছরের পর বছর ভালবাসা হৃদয় আঙ্গিনায়! শরৎঃ তোমারে বুকে রেখেই, তোমার আপন থেকেই। কখন যে মজেছি ভাবে হয়েছে মনের লেনাদেনা। এ যে সংসার ভাঙ্গার প্রেম নয় প্রেম যে বহুরুপী হয়। লক্ষীটি, হইয়োনা ক্ষীণমনা। হেমন্তঃ প্রেম আমি করেছি, ভাব আমি করেছি তোমারেও দিয়েছি ভাব, দিয়েছি প্রেম। আদরে সোহাগে কখন যে কাছে টেনেছি! আসলে তোমারি মাঝে ঠিকানা আমার বসতি আমার, আবদার রাখার জায়গা! মন্দির, আমার মসজিদ, আপন প্রার্থনার স্থল। ভাষা নেই বুঝাবার!!!! শীতঃ মনেরই অজান্তে আমার যার সাথে হয়েছে ভাব তার মাঝে পাই লুকোচুরি ময়না পাখি ভুলে গেছে কিনা দুই হাজার ১২ সালের ২৮শে ফেব্রুয়ারি! ব্রেকআপের আদলেতো বাসিনি ভালো প্রাণ পাখি তবে কেন এমনি চল? আমি মরি তোর বিচ্ছেদে তু্ই খুজিস অন্যজনে, কি সুখের সন্ধানে? বসন্তঃ আমার ঘরের জানটুসি, আমিতো তৃপ্ত তোমার উপর। যখন তোমার ভা...

গাই শহরের জয়গান!

গ্রামের খাঁটি হাওয়া গ্রামের পথে গ্রামের ঘাটে বাউলা গান গাওয়া। খাঁটি সব্জি, মোটা চাউলে খাটি হাতের পরশ শহরের ঐ উঞ্চতাতে থাকে নারে হুস.... দুধে ভেজাল, মাছে ভেজাল ভেজাল মনে মনে!!! কে কাকে ঠকাবে শুধুই প্রহর গুনে! জলে গন্ধ, অন্ধের মত আমরা করি পান জীবিকার তাগিদে গাই শহরের জয়গান!