Wednesday, July 31, 2019

তবে কি এ অন্যায় নয়??

ইঁদুর কে খায় বিড়াল
মাছকে খায় চিল
হরিণকে খায় বাঘ
গরীবের রক্তে, শোষকদের ভাগ!
প্রাণ কে খায় প্রাণি
খাওয়া খাওয়ি প্রকৃতিরই নিয়ম বলে জানি!!!!
তবে কি এ অন্যায় নয়??
তুমি করেছো সৃজন সবই
চন্দ্রকে গিলছে রবি!
সয়না এ হৃদয়.........

No comments:

 <!-- নির্দেশিকা: এই কোডের "YOUR_APP_PREVIEW_URL_HERE" অংশটি আপনার অ্যাপের প্রিভিউ URL দিয়ে প্রতিস্থাপন করুন। --> <div st...