ভালবাস দূর হতে।
বলতে বা বুঝাতে যেওনা যে তুমি তাকে ভালবাস,
রেসপন্স না পেলে খুবই আহত হবে।
সে ও যদি মনের স্ব-তাড়নায় ভালবাসে তবেও যেনো ময়না স্বভাবের স্বজনী
ভালবাসবে, কথা বলবে, আবার উড়ালও দেবে,
কারন ময়না পাখি পোষ মানে না।
বলতে বা বুঝাতে যেওনা যে তুমি তাকে ভালবাস,
রেসপন্স না পেলে খুবই আহত হবে।
সে ও যদি মনের স্ব-তাড়নায় ভালবাসে তবেও যেনো ময়না স্বভাবের স্বজনী
ভালবাসবে, কথা বলবে, আবার উড়ালও দেবে,
কারন ময়না পাখি পোষ মানে না।
যদিও কখনো কাছে আসে আর বলে আমিও তোমাকে ভালবাসি
তবে ভালবেসে কাছে টেনো না, কারণ স্মৃতি হয়ে যখন তাড়া করবে তখন অসহ্য যন্ত্রনা তোমাকে বিষে বিষে নীল থেকে আরও নীল করে তুলবে।
ওরা যে এমনই, ওরা যে ভালবাসা নিতে জানে, এক্কেবারে তোমাকে শূণ্য করে নিয়ে নেবে তোমার থেকে তোমার তুমিটাকেই।
বিষন্নতায়, অস্থিরতায় আর যন্ত্রনায় তোমাকে কাতড়াতে থাকলেও ওদের কিছু যায় আসে না। তাই বলছি ভালবেসো না। তবে দূর হতে........
তবে ভালবেসে কাছে টেনো না, কারণ স্মৃতি হয়ে যখন তাড়া করবে তখন অসহ্য যন্ত্রনা তোমাকে বিষে বিষে নীল থেকে আরও নীল করে তুলবে।
ওরা যে এমনই, ওরা যে ভালবাসা নিতে জানে, এক্কেবারে তোমাকে শূণ্য করে নিয়ে নেবে তোমার থেকে তোমার তুমিটাকেই।
বিষন্নতায়, অস্থিরতায় আর যন্ত্রনায় তোমাকে কাতড়াতে থাকলেও ওদের কিছু যায় আসে না। তাই বলছি ভালবেসো না। তবে দূর হতে........
Comments