গ্রামের খাঁটি হাওয়া
গ্রামের পথে গ্রামের ঘাটে
বাউলা গান গাওয়া।
খাঁটি সব্জি, মোটা চাউলে খাটি হাতের পরশ
শহরের ঐ উঞ্চতাতে থাকে নারে হুস....
দুধে ভেজাল, মাছে ভেজাল
ভেজাল মনে মনে!!!
কে কাকে ঠকাবে শুধুই প্রহর গুনে!
জলে গন্ধ, অন্ধের মত আমরা করি পান
জীবিকার তাগিদে গাই শহরের জয়গান!
গ্রামের পথে গ্রামের ঘাটে
বাউলা গান গাওয়া।
খাঁটি সব্জি, মোটা চাউলে খাটি হাতের পরশ
শহরের ঐ উঞ্চতাতে থাকে নারে হুস....
দুধে ভেজাল, মাছে ভেজাল
ভেজাল মনে মনে!!!
কে কাকে ঠকাবে শুধুই প্রহর গুনে!
জলে গন্ধ, অন্ধের মত আমরা করি পান
জীবিকার তাগিদে গাই শহরের জয়গান!
Comments