Wednesday, July 31, 2019

মুক্ত মনে যখন

কিছু প্রাণ সত্যটাকে বহন করে চলে আর অধিকাংশ আছে যারা অসত্যের সৃষ্টিটাকেই যথার্থতা দান করে। যারা সত্যটাকে বহন করে চলার জন্যই সৃষ্ট তাদের কি সাধ্য আছে মন্দটাকে ধারন করার! সাদা-কালোর মিলন মেলায় আমি কোন রথে চলছি তা আপাত দৃষ্টিতে জানলেও হচ্ছে না কারন মন্দের দিকে ধাবিত হতে হতে নরক যখন ছুঁই ছুঁই, মহাজনের মহান লীলায় স্বর্গ এসে তোমাকে আমাকে আপন করে নিতে পারার যে সম্ভাব্যতার উল্লেখ আমি পাই তা তো অস্বীকার করতেও পারিনা। খুবই আশাবাদী হই যখন আমি তোমাকে তোমার সর্বময়তাকে, তোমার পরাক্রমশীলতাকে নির্ধিদ্বায় মেনে নিতে সক্ষম, জানি এটাও তো তোমারই কল্যাণে..........

No comments:

 <!-- নির্দেশিকা: এই কোডের "YOUR_APP_PREVIEW_URL_HERE" অংশটি আপনার অ্যাপের প্রিভিউ URL দিয়ে প্রতিস্থাপন করুন। --> <div st...