ভালবাসা যাতনাময়
তোরে কি করে বুঝাই
তুই আমার কোন জায়গায়?
তোরে কি করে বুঝাই
তুই আমার কোন জায়গায়?
তুইহীনা আমি,কল্পনা করিনি,
আবেগী মন ভাবতেই নারাজ,
তুই একদিন দূরে চলে যাবে।
তোকে ভালবেসে আজ আমি ক্লান্ত
তোকে হারিয়ে ফেলার আয়োজনে
আমি নির্বাক, পাগলামী বেড়ে যাওয়ার প্রবণতা....
নিজেকে সামলাতে খুবই বেগ পেতে হচ্ছে।
কেন আমি প্রেমে পড়েছি তোর?
রাত্রি জেগে জেগে আসে ভোর!
আর কত কাঁদবো একাকি?
তুই জানিস না তুই আমার ময়না পাখি।
বিচ্ছেদের আভাসে, নিরবে অশ্রুতে সিক্ত আমি
আজ ভাষা নেই বোঝাবার,
কোন উপায় কি নেই তোরে ধরে রাখার?
পিছুটানে, আনমনে আমি নিরবেই সয়ে যাবো
যাসনে আমায় ছেড়ে..........আমারে শূন্য করে!
বিরহ, যন্ত্রণাময় প্রতিটাক্ষণ।
আবেগী মন ভাবতেই নারাজ,
তুই একদিন দূরে চলে যাবে।
তোকে ভালবেসে আজ আমি ক্লান্ত
তোকে হারিয়ে ফেলার আয়োজনে
আমি নির্বাক, পাগলামী বেড়ে যাওয়ার প্রবণতা....
নিজেকে সামলাতে খুবই বেগ পেতে হচ্ছে।
কেন আমি প্রেমে পড়েছি তোর?
রাত্রি জেগে জেগে আসে ভোর!
আর কত কাঁদবো একাকি?
তুই জানিস না তুই আমার ময়না পাখি।
বিচ্ছেদের আভাসে, নিরবে অশ্রুতে সিক্ত আমি
আজ ভাষা নেই বোঝাবার,
কোন উপায় কি নেই তোরে ধরে রাখার?
পিছুটানে, আনমনে আমি নিরবেই সয়ে যাবো
যাসনে আমায় ছেড়ে..........আমারে শূন্য করে!
বিরহ, যন্ত্রণাময় প্রতিটাক্ষণ।
Comments