Thursday, August 22, 2019

Collection of Bank Guarantee

Date: July 19, 2010
Ref: SPAL/NOG/BG-04/10

The
Manager (Trade Service)
Standard Chartered Bank
67, Gulshan Avenue,
Dulshan-1
Dhaka-1212.

Sub: Collection of Bank Guarantee for USD. 0000,000 (US. Dollar three hundred thousand)
only in favor of Bangladesh Power Development Board (BPDB),
(A/C. Ningbo Orient Wires & Cables Co. Ltd. China.)

Dear Sir,

Reference to the above, we have come to know that the subject mentioned Bank Guarantee has received by you. We are pleased to inform you that we Seven Power Associates Ltd., is the authorized local agent of Ningbo Orient Wires & Cables Co. Ltd., China to submit their offer & Bid Bond to the Bangladesh Power Development Board on July 20, 2010, before 11.00 AM.
As urgency, kindly give delivery of above Bank Guarantee to us & we undertake to have any responsibility to hand over the above Bank Guarantee to the Bangladesh Power Development Board (BPDB) within their stipulated time of tender document.

Your kind co-operation in this regard shall be highly appreciated.

Thanking you, we remain.

Yours faithfully
For and on behalf of
Seven Power Associates Ltd.,
Md. F. Ansari.
Chairman

Encl: As noted above.

CC to : Ningbo Orient Wires & Cables Ltd., China.

Thursday, August 1, 2019

Extension of bid validity


Dear Ansari,

How are you?
Attached please find the Extension of bid validity written by myself on Nov.17 in advance.
Hope there is no any mistake.
Also I hope the final award may be finished withion our bid bond validity so that we need not to pay extra cost for bid bond.
BR
Looking forward to hearing from you very soon.

James Zhang

Wednesday, July 31, 2019

Varatia chuktipotro on Stamp

এই ব্লগটিতে দেশ বিদেশের অনেক লোকের সমাগম। আপনার পাঠানো লেখা যদি মান সম্মত হয় তবে প্রকাশ পেতে পারে এই ব্লগে। লেখা পাঠান।


ষড় ঋতুতেই তুমি আমি

গৃষ্মঃ
প্রেম আমি করেছি,
আমি বুঝেছি কতটা যাতনাময়।
ভাল আমি বেসেছি,
শিখিয়েছি কারে কয়।
তুমি হয়েছো আমার
আমি হয়েছি তোমার।
হয়েছে শুভ পরিনয়!!


বর্ষাঃ
দীর্ঘ দিন পাশাপাশি, কাছাকাছি
থাকার সুবাদে, হয়েছে কাম ওতে আমাতে
তুমিওতো কামিণী, আমার কামনায়
বছরের পর বছর ভালবাসা হৃদয় আঙ্গিনায়!

শরৎঃ
তোমারে বুকে রেখেই,
তোমার আপন থেকেই।
কখন যে মজেছি ভাবে
হয়েছে মনের লেনাদেনা।
এ যে সংসার ভাঙ্গার প্রেম নয়
প্রেম যে বহুরুপী হয়।
লক্ষীটি, হইয়োনা ক্ষীণমনা।

হেমন্তঃ
প্রেম আমি করেছি, ভাব আমি করেছি
তোমারেও দিয়েছি ভাব, দিয়েছি প্রেম।
আদরে সোহাগে কখন যে কাছে টেনেছি!
আসলে তোমারি মাঝে ঠিকানা আমার
বসতি আমার, আবদার রাখার জায়গা!
মন্দির, আমার মসজিদ, আপন প্রার্থনার স্থল।
ভাষা নেই বুঝাবার!!!!

শীতঃ
মনেরই অজান্তে আমার
যার সাথে হয়েছে ভাব
তার মাঝে পাই লুকোচুরি
ময়না পাখি ভুলে গেছে কিনা
দুই হাজার ১২ সালের ২৮শে ফেব্রুয়ারি!
ব্রেকআপের আদলেতো বাসিনি ভালো
প্রাণ পাখি তবে কেন এমনি চল?
আমি মরি তোর বিচ্ছেদে
তু্ই খুজিস অন্যজনে, কি সুখের সন্ধানে?

বসন্তঃ
আমার ঘরের জানটুসি,
আমিতো তৃপ্ত তোমার উপর।
যখন তোমার ভাললাগা
ভালবাসা ছিলনা, ছিলনা নজর।
তখন যেটুকু দিয়েছি,
আজও একটুও করিনি পর।
ভালবাসি বলতে গেলেই
লজ্জা দিতে তোমার ভুল হয়না।
প্রিয়জন তুমি প্রেয়সী
কাম সাগরে ডুবেডুবে
আমি নিজেই নাশী।
ভাবে পাপ, ভাবে পূণ্য
খাতায় দিয়েছো শূণ্য!!!
আটকে দিয়েছো আমারে
ইহকালে-পরপারে।
তুমিতো তুলনাহীনা
মন বাগানের ফুলে
তোমারে দিয়াছি অর্চনা।

বিষে নীল থেকে আরও নীল করে তুলবে

ভালবাস দূর হতে।
বলতে বা বুঝাতে যেওনা যে তুমি তাকে ভালবাস,
রেসপন্স না পেলে খুবই আহত হবে।
সে ও যদি মনের স্ব-তাড়নায় ভালবাসে তবেও যেনো ময়না স্বভাবের স্বজনী
ভালবাসবে, কথা বলবে, আবার উড়ালও দেবে,
কারন ময়না পাখি পোষ মানে না।

যদিও কখনো কাছে আসে আর বলে আমিও তোমাকে ভালবাসি
তবে ভালবেসে কাছে টেনো না, কারণ স্মৃতি হয়ে যখন তাড়া করবে তখন অসহ্য যন্ত্রনা তোমাকে বিষে বিষে নীল থেকে আরও নীল করে তুলবে।
ওরা যে এমনই, ওরা যে ভালবাসা নিতে জানে, এক্কেবারে তোমাকে শূণ্য করে নিয়ে নেবে তোমার থেকে তোমার তুমিটাকেই।
বিষন্নতায়, অস্থিরতায় আর যন্ত্রনায় তোমাকে কাতড়াতে থাকলেও ওদের কিছু যায় আসে না। তাই বলছি ভালবেসো না। তবে দূর হতে........

কারা?

........তবুও অভিমান তোমাদের উপর, ইশ্বর নেবে অর্চনা আর ওরা নিবে তোমার ভালবাসার সবটুকু। তুমি নিস্বঃ হয়ে গেলেও........মনোযন্ত্রনায় চিৎকার করেও যদি বলো আমি খুবই কষ্ট পাচ্ছি তবুও লাভ নেই। কেউ নেই তোমার চিৎকার শোনার...........করো চিৎকার খোলা আকাশের নিচে গিয়ে।কিছুটা লাঘব কর, জমাটবাধা কষ্টগুলো কিছুটা হয়তো কমে যেতে পারে, অন্তত নীলাকাশে তোমার চিৎকার কিছুটা হলেও জায়গা পাবে.....ওরা যে এমনই, ওরা যে ভালবাসা নিতে জানে, এক্কেবারে তোমাকে শূণ্য করে নিয়ে নেবে তোমার থেকে তোমার তুমিটাকেই।.........অমানবিকতার দংশনে যখন নীলে নীল-বিষন্নতায়, অস্থিরতায় আর যন্ত্রনায় কাতড়াতে থাকলেও ওদের কিছু যায় আসে না। তাই বলছি ভালবেসো না। পরিবেশ পরিজন সুজন-স্বজন, প্রিয়াকে হিয়াতে দিওনা ঠাঁই, তবেই হয়তো প্রাপ্তি থেকে রেহাই।

মুক্ত মনে যখন

কিছু প্রাণ সত্যটাকে বহন করে চলে আর অধিকাংশ আছে যারা অসত্যের সৃষ্টিটাকেই যথার্থতা দান করে। যারা সত্যটাকে বহন করে চলার জন্যই সৃষ্ট তাদের কি সাধ্য আছে মন্দটাকে ধারন করার! সাদা-কালোর মিলন মেলায় আমি কোন রথে চলছি তা আপাত দৃষ্টিতে জানলেও হচ্ছে না কারন মন্দের দিকে ধাবিত হতে হতে নরক যখন ছুঁই ছুঁই, মহাজনের মহান লীলায় স্বর্গ এসে তোমাকে আমাকে আপন করে নিতে পারার যে সম্ভাব্যতার উল্লেখ আমি পাই তা তো অস্বীকার করতেও পারিনা। খুবই আশাবাদী হই যখন আমি তোমাকে তোমার সর্বময়তাকে, তোমার পরাক্রমশীলতাকে নির্ধিদ্বায় মেনে নিতে সক্ষম, জানি এটাও তো তোমারই কল্যাণে..........

 <!-- নির্দেশিকা: এই কোডের "YOUR_APP_PREVIEW_URL_HERE" অংশটি আপনার অ্যাপের প্রিভিউ URL দিয়ে প্রতিস্থাপন করুন। --> <div st...