কখনো কখনো কিছু প্রেম এমনই হয়ঝগড়া আর ঝগড়া
কিন্তু যখনই কিছুক্ষণ একে অন্যকে দেখছে না
শুনছে না, কথা বলছেনা, কি এক অস্থিরতা যেন
বয়ে যাচ্ছে হৃদয়ে, এটাই কি প্রেম?
একজন ভালবেসে ভালবাসার অপেক্ষায় আর অন্যজন ঘুমাচ্ছে!
ঘুমের ঘরে সে ও তোমারই হাত ধরে হাটছে!
তবে যে এটাও প্রেম!!!
অভিমানে যখন দুজনেই অপেক্ষায়
এবার রাগ ভাঙ্গাতে এলো বুঝি
ভাবতে ভাবতে দুজন যখনই মুখোমুখি
আলিঙ্গনে দুফোটা চোখের জলে অব্যক্ত অনুভুতি
তবে কি এটাই প্রেম!!!
No comments:
Post a Comment