Wednesday, July 31, 2019

করো চিৎকার খোলা আকাশের নিচে

........তবুও অভিমান তোমাদের উপর, ইশ্বর নেবে অর্চনা আর ওরা নিবে তোমার ভালবাসার সবটুকু। তুমি নিস্বঃ হয়ে গেলেও........মনোযন্ত্রনায় চিৎকার করেও যদি বলো আমি খুবই কষ্ট পাচ্ছি তবুও লাভ নেই। কেউ নেই তোমার চিৎকার শোনার...........করো চিৎকার খোলা আকাশের নিচে গিয়ে।কিছুটা লাঘব কর, জমাটবাধা কষ্টগুলো কিছুটা হয়তো কমে যেতে পারে, অন্তত নীলাকাশে তোমার চিৎকার কিছুটা হলেও জায়গা পাবে.....ওরা যে এমনই, ওরা যে ভালবাসা নিতে জানে, এক্কেবারে তোমাকে শূণ্য করে নিয়ে নেবে তোমার থেকে তোমার তুমিটাকেই।.........অমানবিকতার দংশনে যখন নীলে নীল-বিষন্নতায়, অস্থিরতায় আর যন্ত্রনায় কাতড়াতে থাকলেও ওদের কিছু যায় আসে না। তাই বলছি ভালবেসো না।পরিবেশ পরিজন সুজন-স্বজন, প্রিয়াকে হিয়াতে দিওনা ঠাঁই, তবেই হয়তো প্রাপ্তি থেকে রেহাই।

No comments:

 Sucker fish in Bangladesh Hypostomus plecostomus, also known as the suckermouth catfish or common pleco, is a tropical freshwater fish belo...